সোনারগাঁও প্রতিনিধিঃ সোনারগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
মঙ্গলবার ( ৬ আগষ্ট) সকালে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ- সম্পাদক নাসরিন সুলতানা জরা, কাউন্সিলর আলী আকবর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সন্তান কাউন্সিলের সভাপতি সোনিয়া আক্তার, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খোকন মোল্লা, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিন, প্রজম্মলীগের জেলার সভাপতি আরমান হোসেন মেরাজ, পিরোজপুর যুবলীগ সাধারণ সম্পাদক তানবির আহম্মেদ, যুবলীগ নেতা স্বাধীন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন