SS TV live
SS News
wb_sunny

Breaking News

কুমিল্লায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৭

নিজস্ব প্রতিনিধি:কুমিল্লার লালমাই উপজেলার জামতলী এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাসের সঙ্গে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই নারীসহ ৭ যাত্রী নিহত হয়েছেন।
লালমাই থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিল তিশা পরিবহনের একটি বাস। আর কুমিল্লার জামতলী থেকে লাকসামের উদ্দেশে যাত্রী নিয়ে রওয়ানা হয়েছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। রোববার দুপুর ১২টার দিকে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ অপর চার আরোহী নিহত হন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাসের দুই যাত্রীর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুইজন নারী, তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন