সোনারগাঁ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী নুর হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২’শ ৫০ পিছ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। গ্রেফতারকৃত নূর হোসেন উপজেলার নাল আলাবদী গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
জানা যায়, র্যাব-১১ এর একটি অভিযানিক দল শনিবার দুপুরে সোনারগাঁয়ের কাইকারটেক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী নূর হোসেনকে তারা ২’শ ৫০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে বন্দর থানায় সোপর্দ করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানার তদন্ত ওসি আজহারুল ইসলাম মাদক ব্যবসায়ী নূর হোসেনের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন