SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁয়ে যৌতকের দাবীতে স্ত্রী ও কন্যা সন্তানকে পিটিয়ে আহত করেছে পাষন্ড স্বামী।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের দাবীতে কন্যা সন্তানসহ গৃহবধুকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে । গতকাল বুধবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধুর স্বামী ও শশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ তুলে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত গৃহবধু বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ গৃহবধু উল্লেখ্য করেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে আয়নাল হকের সাথে মেঘনা উপজেলার বড়ইকান্দি গ্রামের মো. হায়দার আলীর মেয়ে ইয়াসমিনের সাথে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। তার স্বামী দীর্ঘদিন ধরে মাদক সেবন ও জুয়া খেলে আসছে। দু’বছর আগে ওই গৃহবধুকে শারিরিক ও মানসিক নির্যাতন করে তার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা আনতে বলে। ওই সময়ে তার অত্যাচার সইতে না পেরে তার বাবার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে আসে। ওই টাকা তার স্বামী জুয়া খেলে নষ্ট করে ফেলে। কয়েকদিন ধরে পুনরায় তাকে শারিরিকভাবে নির্যাতন করে আরো এক লাখ টাকা বাবার বাড়ি থেকে আনতে চাপ প্রয়োগ করে। এতে রাজি না হওয়ায় গতকাল বুধবার সকালে ওই গৃহবধুকে তার স্বামী আয়নাল হক বটি দিয়ে হাতের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ পর্যায়ে তার ৮ বছর বয়সী ফাহিমা চিৎকার দিলে তাকে মাথায় আঘাত করে আহত করে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন