সোনারগাঁও সময়(নিজস্ব প্রতিনিধি) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অগ্রাধীকার ভিত্তিতে গৃহহীনদের মাঝে ৩ কক্ষ বিশিষ্ট বারান্দাসহ সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া এবং পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ফুটওভার ব্রীজ নির্মানে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি । ঈদের ছুটিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এসবকথা বলেন মন্ত্রী।
বুধবার(১৪ই আগষ্ট) দুপুরে সোনারগাঁ কৃষকলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের পিরোজপুর গ্রামের বাসভবনে অতিথিয়তা গ্রহন করেন তিনি। এসময় সময় সাথে ছিলেন প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপির সহধর্মিনী লাভলী রওশন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, এমপি খোকার সহধর্মিনী জাতীয় মহিলা বিষয়ক চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, সোনারগাঁ আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ন আহ্বায়ক পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম,জহিরুল ইসলাম সোয়াস,ইফতেখার ইসলাম সোয়ান,মোহাম্মদ আলী মোল্লা, মাসুদ মোল্লাসহ প্রমুখ ।
একটি মন্তব্য পোস্ট করুন