সোনারগাঁও সময় ডেস্ক : সোনারগাঁবাসীর নিরাপত্তায় ৩ স্তরে কাজ করবে সোনারগাঁ থানা পুলিশ। এ জন্য পুলিশের সকল ছুটি বাতিল করা হয়েছে বলে জানান ওসি মনিরুজ্জামান।
তিনি আরো বলেন, আগামীকাল সোমবার মুসলিম উম্মাহ ২য় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা। এ ঈদুল আযহাকে সামনে রেখে সোনারগাঁবাসীর নিরাপত্তার জন্য ঈদের ২দিন আগ থেকে ঈদের পরবর্তি ২দিন পর্যন্ত থানা পুলিশ সোনারগাঁবাসীর নিরাপত্তার জন্য ৩ স্তরে কাজ করবে। এজন্য আমাদের পুলিশ সুপার আমাদের সকল থানা ও ফাঁড়ি পুলিশের ছুটি বাতিল করেছেন। আমাদের পুলিশ ঈদের ২দিন আগ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পিকেট ডিউটি করবে। এজন্য তারা গতকাল শুক্রবার সকাল থেকে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। এছাড়া নিরাপত্তা অংশ হিসেবে পুলিশ উপজেলার গুরুত্বপূর্ন এলাকাগুলোতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যেমন কাঁচপুর, মেঘনা শিল্পাঞ্চল, মোগরাপাড়া বাসষ্ট্যান্ড উপজেলা গুরুত্বপূর্ন রাস্তাগুলোতে টহল পুলিশ বসা রয়েছে। নিরাপত্তার স্বার্থে ২য় স্তরে পুলিশের মোটল সাইকেল টহল অব্যাহত থাকবে। মোটর সাইকেল করে পুলিশ উপজেলা বিভিন্ন জনবসতিপূর্ন এলাকাগুলোর গ্রাম ও মহল্লাগুলোতে নিয়মিত গিয়ে টহল দিবে। যাতে নাশকতাকারী, ডাকাত ও চোরেরা কোন অপ্রাতিকর ঘটনা না ঘটাতে পারে। ৩য় স্তরে পুলিশ সাদা পোশাকে বিভিন্ন এলাকায় টহল দিবে। যাতে করে অপরাথীরা কোন অপরাধ ঘটাতে চাইলে পুলিশ সাধারণ মানুষের মধ্যে মিশে অপরাধীদের আটক করতে সক্ষম হয়। এছাড়া উপজেলা বড় বড় ঈদ জামাতগুলোতে আমি ও আমার নেতৃত্বে মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েত থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন