(সোনারগাঁও সময়)
এস আই আবুল কালাম আজাদ সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের কাছে যেমন আতংকের একটি নাম তেমন পরিবেশ রক্ষার্থে তার প্রচেষ্টা থাকে সব সময়।
(৩১ জুলাই) বুধবার বৈদ্যেরবাজার লঞ্চ ঘাটে বিশেষ একটি কাজে গেলে হঠাৎ করে চোখে পরে পিলারের মাঝে বেড়ে উঠছে একটি ছোট বট গাছ।
ব্যাস আশেপাশের কিছু মানুষের সহযোগিতা নিয়ে বট গাছটি যেন সঠিক ও সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তার জন্য গাছটির চারিপাশে ভালভাবে মাটি দেওয়া হয়,এবং গাছটি যেন কেউ নষ্ট না করে তারদিকেও সবাইকে খেয়াল রাখার আহবান জানান তিনি।
তিনি জানান পুলিশে চাকুরী করার সুবাধে ভিবিন্ন সময় ভিবিন্ন যায়গা যেতে হয়,তেমনি আজ বৈদ্যেরবাজার লঞ্চ ঘাটে বিশেষ একটি কাজে গেলে হঠাৎ করে চোখে পরে পিলারের মাঝে বেড়ে উঠছে একটি ছোট বট গাছ,তাই গাছটি যেন সঠিকভাবে বেড়ে উঠে তাই এর চারিপাশে মাটি দিয়ে দেওয়া হলো
একটি মন্তব্য পোস্ট করুন