সোনারগাঁও সময়ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামে রোজিনা (৪০) নামের ছেলে ধরা এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
১১ জুলাই (বৃহস্পতিবার) দুপরে শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামের রুবেল মিয়ার আড়াই বছরের ছেলে সোহানকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার টেষ্টা করে রোজিনা নামের এক রোহিঙ্গা নারী।
সোহানের ডাকচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে ছেলেধরা মহিলাটিকে আটক করে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।এলাকাবাসী সোনারগাঁ থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে রোজিনাকে আটক করে থানায় নিয়ে আসে।আটককৃত নারী নিজেকে রোহিঙ্গা বলে পরিচয় দিয়েছে।
জানতে চাইলে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মন্ডল বলেন, বৃহস্পতিবার দুপরে শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর এলাকা থেকে সোহান নামে এক শিশুকে চুরি করার চেষ্টাকালে ওই নারীকে আটক করে এলাকাবাসী থানায় খবর দেয়। ছেলেধরা নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন