Md Mamun ভাইয়ের ফেইসবুক ষ্টেটাসটি হুবাহু দেওয়া হলো
২০ জুলাই শনিবার সকালে মোগরাপাড়া চৌরাস্তায় এক মহিলা পাচারকারীর খপ্পরে পড়ে সে । মহিলার কোলে ছোট্ট শিশু ছিলো । মহিলা সি,এন,জি তে বসে তাকে বিনীতভাবে রুমাল ধরতে বলে । বাচ্চা কোলে নিয়ে মহিলা এলোমেলো কাপড় গুছানোর চেষ্টা করছিলো বলে মার্জিয়া তাকে সাহায্য করার চেষ্টা করে । এরপর মার্জিয়া আর কিছু মনে করতে পারেনি । পরে মহিলা তাকে পথিমধ্যে ছেড়ে দেয় । কিন্তু মহিলার শোঁকানো রুমাল এর নেশাচ্ছন্ন ভাব তার কাটেনি । পরবর্তীতে ঘটনাচক্রে সে সিদ্ধিরগঞ্জ থানায় এসে পৌঁছায় । কিন্তু দূর্ভাগ্যক্রমে ৪ দিন পরেও তার খবর উদঘাটিত হয়নি বিধায় নারায়ণগঞ্জ কোর্ট এর মাননীয় জজ তাকে গাজীপুর দুঃস্থ শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করেন।
আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া ।।।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিন/চার দিনের মধ্যে সে বাড়িতে আসতে পারবে ।
সকল শুভাকাঙ্ক্ষীর দোয়া আল্লাহ্ কবুল করেছেন ।
মাননীয় ইউ,এন,ও স্যার ( সোনারগাঁও) , সাংবাদিক ও পুলিশ ভাইদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি ।।
একটি মন্তব্য পোস্ট করুন