সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে এরিক এরশাদ।
রবিবার সকাল এরশাদের মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান এরিক।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার বাবা মারা গেছে-এটা বিশ্বাস করতে পারছি না। সবাই বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বাবাকে বেহেশত দান করে।’ এ সময় তার আশপাশে থাকা অনেকে কান্নায় ভেঙে পড়েন।
গুরুতর অসুস্থ হয়ে গত ২৬ জুন থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন জাপা চেয়ারম্যান এরশাদ। ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকাল পৌনে আটটার দিকে মারা যান সাবেক এই রাষ্ট্রপতি।
একটি মন্তব্য পোস্ট করুন