নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচঁপুর এলাকায় এক স্কুলছাত্রীকে বাল্যবিবাহ পড়ানোর অপরাধে কাজীসহ চারজনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।
কাজী হাবিবুর রহমানকে ১ বছর, তার সহযোগী আতাউরকে ১ বছর, কাউসার গাজীকে ৬ মাস, ও সফিকুল নামের এক সহযোগীকে ১ বছরের কারাদন্ড দেয়েছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, মঙ্গলবার রাতে শরিয়তপুর থেকে ৯ম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১৩) বাড়ি থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে কাচঁপুরে নিয়ে আসে মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকার একটি ছেলে। সে কাঁচপুর এলাকায় বাসা ভাড়া থাকে। মেয়েটিকে তার বাসা বাড়িতে এনে স্থানীয় কাজী হাবিবুর রহমানের অফিসে নিয়ে বিয়ে করে। এমন সংবাদের ভিত্তিতে কাঁচপুর বাজারে তার কাজী অফিসে অভিযান চালিয়ে হাবিবুর রহমান তার সহযোগী কাউসার গাজী একই এলাকার সফিকুল ও আতাউরসহ মেয়েটিকে হাতে নাতে আটক করে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন