নুনেরটেক গ্রামের মানবতার ফেরিওয়ালা শুক্কুর আল মাহমুদ
নামটি শুনে হয়তো অনেকেই অবাক হয়েছেন?
হে আজ তেমনি এক মানবতার ফেরিওয়ালার গল্প লিখবো।
শুক্কুর আল মাহমুদ খুবই সাধারণ পরিবারের বেড়ে উঠা তার।
নুনেরটেক গ্রামের মোঃ ফজর আলী মিয়ার বড় ছেলে ,
সব সময় সামাজিক উন্নয়নমুলক কাজ গুলো করে থাকেন,সবাই তাকে বারদি ইউনিয়নের আইডল হিসেবে চেনেন,
নামটি শুনে হয়তো অনেকেই অবাক হয়েছেন?
হে আজ তেমনি এক মানবতার ফেরিওয়ালার গল্প লিখবো।
শুক্কুর আল মাহমুদ খুবই সাধারণ পরিবারের বেড়ে উঠা তার।
নুনেরটেক গ্রামের মোঃ ফজর আলী মিয়ার বড় ছেলে ,
সব সময় সামাজিক উন্নয়নমুলক কাজ গুলো করে থাকেন,সবাই তাকে বারদি ইউনিয়নের আইডল হিসেবে চেনেন,
সমাজের হতদরিদ্রের আর্থিক সহায়তা,দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা
উপকরন,গনশিক্ষা কেন্দ্র স্থাপন, এবং আরো অনেক সামাজিক উন্নয়নমুলক কাজ করেন তিনি,এসব
কাজের জন্য পেয়েছেন সমবায় মন্ত্রানালয় থেকে উপজেলা শ্রেষ্ঠ পুরস্কারোও,তবে বর্তমানে তিনি প্রবাসে
থাকার কারনে নিজে সমাজ সেবা মূলক কাজ না করতে পারলেও থেকে নেই তার স্ত্রী,স্বামীকে
দেখে নিজেও করে যাচ্ছেন সমাজ সেবামূলক কাজ, শুক্কুর আল মাহমুদের মত প্রতিটি গ্রামে
যদি একটি করে ছেলে চেষ্টা করে তাহলে আমাদের আশেপাশের অনেক হতদরিদ্র শিশু আছে যাদের
বাবা মায়ের সামর্থ্য নেই তার সন্তানকে নিজ অর্থে লেখাপড়া করানোর,আমরা পারি আমাদের
এ বাংলাদেশকে সুন্দর ভাবে গড়ে তুলতে
এমন লোকজন প্রতিটি গ্রামে খুব দরকার
উত্তরমুছুন