SS TV live
SS News
wb_sunny

Breaking News

রেনু হত্যার প্রধান আসামী হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ

বাড্ডায় ছেলেধরা সন্দেহে পিটিয়ে তাসলিমা বেগম রেনু হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, মাহবুব আলম নামের এক ব্যক্তি হৃদয়কে দেখতে পেয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
রাজধানীর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে পিটিয়ে তাসলিমা বেগম রেনু হত্যার প্রধান আসামি হৃদয়কে গুলিস্তান গোলাপ শাহর মাজারের সামনে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে শনিবার সকালে ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে ধরা সন্দেহে তসলিমা রেনুকে পিটিয়ে হত্যা করা হয়। নিজের শিশু সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন তিনি।

পরে নিহত নারীর বোনের ছেলে সৈয়দ নাসির উদ্দিন টিটু মামলা করেন। এ হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
এরই মধ্যে রেনু হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিন জনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন