স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে স্বামী মৃত্যুর মাত্র ৬ ঘন্টার মধ্যে মৃত্যু হয় স্ত্রীর
। আর সন্তানেরা মাত্র ৬ ঘন্টার ব্যবধানে সকালে বাবাকে কাঁধে করে কবরবাসী করার কবরবাসী করেন মাকে। স্থানীয়রা বলছেন, এটি দু’জনের প্রতি প্রচন্ড ভালবাসারই বহিঃপ্রকাশ। মর্মান্তিক ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদীর।
জানাযায়, উপজেলার বারদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর আলী (৯০) বার্ধক্যজনিত কারণে সোমবার দিবাগত রাত ৩টার দিকে মারাযান। মঙ্গলবার বেলা ১১ টায় জানাজা শেষে দাফন করে বাড়ি ফিরে সন্তানরা দেখেন তাদের মা’ও চলেগেছেন বাবার কাছে। পরিবারের সদস্যরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মারা যান আজগর আলী চেয়ারম্যানের স্ত্রী রিজিয়া বেগম (৮৫)।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, পার্থিব জীবনে দু’জন দু’জনকে প্রচন্ড ভালবাসতেন। একজন আরেকজনকে ছেড়ে থাকতেই পারতেন না। তাদের স্বামী-স্ত্রী’র সুসম্পর্ক দেখে স্বজনদের অনেকেই প্রায় ইর্ষা করত। স্বজনদের স্বামী-স্ত্রী’র মধ্যে কখনও ঝগড়া হলে উদাহরণ স্বরূপ আজগর আলী ও রিজিয়া বেগমের মহব্বতের কথাও ওঠে আসত। আর তাই, স্বামীর মৃত্যুর কয়েক ঘন্টা পর স্ত্রী’র মৃতুকে ভালবাসার বহিঃপ্রকাশই বলছে স্থানীয়রা।
একটি মন্তব্য পোস্ট করুন