সোনারগাঁও(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে আন্তঃজেলা রোডে ডাকাত সর্দারসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
সোমবার (১৫ জুলাই) গভীর রাতে থানা পুলিশের চৌকস অফিসার এস আই আজাদের নেতৃত্বে পিরোজপুর ইউনিনের অঅন্তর্গত নয়াগাঁও সাকিনস্থ আষাড়িয়ারচর ব্রীজের ঢালের নীচে জঙ্গলের থেকে দেশীয় অস্ত্র হাতে তাদের গ্রেফতার করেন।
চৌকস অফিসার এস আই আজাদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচানা করি এবং ঘটনাস্থল থেকে গাছ কাটার করাত,দেশীয় রামদা,চাপাতি সহ ডাকাতদের সর্দার সহ ৪ ডাকাতকে গ্রেফতার করি।
গ্রেফতারকৃত ডাকাতগুলো হচ্ছে ৬ টি ডাকাতি মামলার আসামি গজারিয়া থানার লক্ষীপুর গ্রামের ইসমাইলের ছেলে আল-আমিন(২৬),৭ টি ডাকাতি মামলার আসামি চরচাষী গ্রামের সাত্তারের ছেলে জুয়েল(২৯) ও একই গ্রামের ৩ টি ডাকাতি মামলার আসামি পারভেজের ছেলে শান্ত(২১) এবং বন্দর থানার মদনগঞ্জ গ্রামের মিজানের ছেলে তুহিন(২১) তার বিরুদ্ধে ও ৩ টি ডাকাতি মামলা রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন