আগে ব্যাট করে ৩৮৬ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়ে জয়ের বন্দরে এক পা দিয়েই রেখেছিল ইংল্যান্ড। দেখার বিষয় ছিলো এ বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কেমন জবাব দেয় বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানে হারতে হলো বাংলাদেশকে। শনিবার কার্ডিফে ইংলিশদের দেয়া ৩৮৭ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ২৮০ রানে গুড়িয়ে গেছে মাশরাফির দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ বলে ৭৫ রানে থেমেছিলেন সাকিব আল হাসান। ৬৮ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষেও ক্রিজে দাঁড়িয়েছেন দলের ঢাল হয়ে।
বাংলাদেশ সহ-অধিনায়ক তুলে নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম শতক। পাশাপাশি বিশ্বকাপের চলতি আসরের সেরা রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
কার্ডিফে ইংলিশদের দেয়া ৩৮৭ রানের বিশাল রান তাড়া করতে নেমে সৌম্য সরকার ফেরেন ৮ বলে ২ রান করে। জোফরা আর্চারে বলে বোল্ড হোন এই ওপেনার।
মার্ক উডের বলে এউইন মরগ্যানের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ২৯ বলে ১৯ রান করা তামিম ইকবাল। রানের চাকা সচল রেখে ১০৬ রানের জুটি গড়েন সাকিব আল হাসান-মুশফিকুর রহিম। ৫০ বলে ৪৪ রান ফিরে যান মুশফিক। জেসন রয়ের হাতে ক্যাচ দিয়ে লিয়াম প্লাঙ্কেটের বলে ফেরেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
থিতু হতে পারেননি নতুন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও। মাত্র ২ বলে খেলে শূন্য হাতে ফেরেন উইকেট-রক্ষক বেয়ারেস্টোর হাতে ক্যাচ দিয়ে। উইকেটটি তুলে নেন আদিল রশিদ।
একটি মন্তব্য পোস্ট করুন