SS TV live
SS News
wb_sunny

Breaking News

হজ করেই অভিনয়কে বিদায় জানালেন অভিনেত্রী নওশীন

ছোটপর্দার জনপ্রিয় মুখ নওশীন। রেডিও জকি হিসেবে মিডিয়ায় পথচলা শুরু করলেও পরে অভিনয়েও যুক্ত হন। মূলত অভিনেত্রী হিসেবেই তিনি অধিক জনপ্রিয়তা লাভ করেন। এদিকে শোনা যাচ্ছে নওশীন আর অভিনয় করবেন না।
সত্যতা জানতে দেশ রূপান্তরের পক্ষ থেকে নওশীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  বলেন, ‘হ্যাঁ, অভিনয় থেকে বিদায় নিচ্ছি। ’
সম্প্রতি তিনি ওমরাহ হজ করে এসেছেন। হজ করে এসেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দেশ রূপান্তরকে জানালেন নওশীন।   তিনি বলেন, ‘প্রথমত আমি হজ করে এসেছি। দ্বিতীয়ত ইন্ডাস্ট্রিতে এখন কাজের যে অবস্থা তাতে কাজের আর জায়গা নেই। আগ্রহও নেই। কাজ ভালো না লাগলে কেমনে করব। ’
অভিনয় ছেড়ে কি করবেন জানতে চাইলে নওশীন দেশ রূপান্তরকে বলেন, ‘অভিনয় কখনোই আমার মূল পেশা ছিল না। আগে যা করতাম তাই করব।
নিজের ব্যবসা চালাব, উপস্থাপনা করব আর সংসারের দিকে আরও মনোযোগী হব। ’
উল্লেখ্য, নওশীন সর্বশেষ কাজ করেন নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘরে বাইরে’ নামের একটি ধারাবাহিক নাটকে। নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার চলছে।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন