SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁওয়ে মাদক ও জঙ্গি বিরোধী প্রীতি ফুটবল ম্যাচেএসপির কাছে পরাজিত এমপি ।। এমপি - ০, এসপি-২






সোনারগাঁও সময় (রুবেল খান)ঃমাদক ও জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার আমরা’ এ স্লোগানকে সামনে রেখে  শনিবার (২৯ জুন) সোনারগাঁও যাদুঘরের ২ নাম্বার গেট সংলগ্ন শেখ রাসেল স্টেডিয়ামে এমপি লিয়াকত হোসেন খোকার উদ্যোগে এবং সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে  বিকাল ৪ঃ৩০ মিনিটে প্রীতি  ফুটবল ম্যাচটি শুরু হয়।
উত্তেজনামূলক ও আকর্ষণীয় এ খেলায়  এসপি একাদশের ২-০ গোলে  পরাজিত হয় এমপি একাদশ।
৯০ মিনিটের ম্যাচে প্রথমার্ধে এসপি একাদশ একটি গোল করেন। পরে দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে। এমপি একাদশ  কয়েকটি গোল করার সুযোগ পেলেও গোল না  করতে পারায় পরাজিত হওয়ার স্বাদ গ্রহন করে মাঠ ছাড়তে হয়।  

উল্লেখ্য যে, প্রীতি এ ফুটবল ম্যাচে  বিশেষ আকর্ষন হিসেবে ফুঠবল নিয়ে বিভিন্ন খেলা দেখান খুলনার ডুমুরিয়া থানার বরুনা গ্রামের ফুটবল মানব মাসুদ রানা। যিনি ফুটবলকে নিয়ে বিভিন্ন ধরনের খেলা দেখিয়ে বিশ্ববাসীর দৃষ্টি কেড়েছেন। তিনি ফুটবল মাথায় নিয়ে মোটর সাইকেল নিয়ে পুরো খুলনা চষে বেড়িয়েছেন।  তিনি বল মাথায় নিয়ে সাঁতার কেটে ইতিমধ্যে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন। সেই মাসুদ রানা এ খেলাতেও  ফুটবলের উপর নানা বিস্ময়কর খেলা দেখিয়ে দর্শকদের  দৃষ্টি আকর্ষণে কোনো কমতি করেননি।  






Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন