SS TV live
SS News
wb_sunny

Breaking News

আফগানিস্তানকে পাত্তাই দিলোনা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আজ একমাত্র ম্যাচে আফগানিস্তানকে পাত্তাই দিলো না বাংলাদেশ দল। এই ম্যাচে আফগানদের ৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ। আম্পায়ারের বিতর্কিত আউটের পরেও ৭ উইকেটে ২৬২ রান তোলে বাংলাদেশ। ২৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ধীর গতিতে শুরু করে আফগানিস্তান। এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসে আফগান দুই ওপেনার।

তবে সাকিবের প্রথম ওভারে ৪৯ রানে মাথায় ঝলে ওঠা রহমত শাহ ফিরে যান। ৩৫ বলে ৩টি চার হাঁকিয়ে ২৪ রান করেন তিনএরপর মোসাদ্দেকের দুর্দান্ত বলে মুশফিকে স্ট্যাম্পিংয়ে শিকার হন হাশমতাউল্লাহ শহিদী। ৩১ বলে ১১ রান করে ফিরে তিনি। এরপরে একে একে সাকিব ফেরান আসগর, নবী এবং নজিবুল্লার। আর এই ৫ উইকেট নিয়েই সাকিব হয়ে গেলেন এই বিশ্বকাপের প্রথম স্পিনার হিসেবে ৫ উইকেট নিলেন। এমনকি আফগানদের বিপক্ষে এই প্রথম ৫ উইকেট নিয়েছেন সাকিব। এরপরে রশিদকে ফেরান সাকিব। এরপরে জর্দানকেও ফেরান মোস্তাফিজ। এরপরের উইকেট নেন সাইফুদ্দিন আর সাকিব ১০ ওভার বল করে ১৯ রান দিয়ে ১ মেইডেন দিয়ে তুলে নেন ৫ উইকেট। আর বল হাতে এটাই সাকিবের নতুন রেকর্ড।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন