জনসাধারণের চলাচলে যেন কোন ধরনের অসুবিধা না হয় তাই রাস্তার পাশে থাকা ঝোপঝাপ পরিস্কার করলেন সোনারগাঁও থানার এস আই আবুল কালাম আজাদ,তিনি জানান
ঈদ কে সামনে রেখে জনসাধারণের মহাসড়ক
পথে নিরাপত্তা নিশ্চিত করতে সোনারগাঁও থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কস্থ মোগড়াপাড়া মেনীখালী ব্রীজের নিচ হইতে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সংযোগ রাস্তা পর্যন্ত ঝোপঝাপ পরিষ্কার কাজ চলছে,তিনি আমাদের আরো জানান ঈদকে সামনে রেখে ডাকাতদের দল এই ঝোপঝাপের আড়ালে লুকিয়ে থাকে এবং সুযোগ বুঝে পথচারীদের ভয় দেখি তাদের সাথে সাথে টাকা পয়সা এবং মোবাইল ফোন কেড়ে নেয়,তাই জনসাধারণের কথা চিন্তা করে ঝোপঝাপ পরিস্কার করা হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন