রুবেল খান ঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার দড়িকান্দি সংলগ্ন মিনহাজ গ্রুপের বাগানের ভিতর ডাকাতি করার প্রস্তুতিকালে সোনারগাঁওথানর এস.আই আজাদের নেতৃত্বে পুলিশীয় ফোর্স নিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করে।এরা হচ্ছ বন্দর থানার মুরাদনগর গ্রামের মোতালেব মিয়ার ছেলে রুবেল (২৪),বেপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রতন(২৬), মদনগঞ্জ গ্রামের মিজানুর রহমানের ছেলে তুহিন(২১)।সোনারগাঁও থানার বাড়িমজলিশ গ্রামের জসিমের ছেলে স্বাধীন(২৪), সাহাপুর গ্রামের হাফিউদ্দিনের ছেলে নাসু (৪৭)।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেন।
বুধবার গভীর রাতে উপজেলার দড়িকান্দি সংলগ্ন মিনহাজ গ্রুপের বাগানের ভিতর ডাকাতি করার প্রস্তুতিকালে সোনারগাঁওথানর এস.আই আজাদের নেতৃত্বে পুলিশীয় ফোর্স নিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করে।এরা হচ্ছ বন্দর থানার মুরাদনগর গ্রামের মোতালেব মিয়ার ছেলে রুবেল (২৪),বেপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রতন(২৬), মদনগঞ্জ গ্রামের মিজানুর রহমানের ছেলে তুহিন(২১)।সোনারগাঁও থানার বাড়িমজলিশ গ্রামের জসিমের ছেলে স্বাধীন(২৪), সাহাপুর গ্রামের হাফিউদ্দিনের ছেলে নাসু (৪৭)।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন