SS TV live
SS News
wb_sunny

Breaking News

প্রতিবন্ধী অসহায় শিক্ষার্থী রিনার পাশে এমপি খোকানারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলেজ পড়ুয়া অসহায় এতিম প্রতিবন্ধি শিক্ষার্থী রিনার বাসায় বাড়িতে ল্যাপটপ, ঈদ সামগ্রী এবং মৌসুমি ফলমূল নিয়ে নারায়ণগঞ্জ৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা।
রবিবার (১৯ মে) বৈদ্যারবাজার ইউনিয়নের দামাদরদী গ্রামের অসহায় এতিম প্রতিবন্ধি কলেজ পড়ুয়া শিক্ষার্থী রিনার বাসায় একটা এইচপি ল্যাপটপসহ প্রতিবন্দী রিনার জন্য ঈদের নতুন জামা, রিনার মায়ের জন্য একটা শাড়ি, এবং মৌসুমি ফলমূল নিয়ে রিনার বাসায় গিয়ে হাজির হন সোনারগাঁয়ের জনমানুষের নেতা লিয়াকত হোসেন খোকা।
লিয়াকত হোসেন খোকা জানান, রিনার পড়াশোনার জন্য যা কিছু প্রয়োজন হয় তার সবই আমি নিজে ব্যবস্থা করব, আল্লাহ তৌফিক দিয়েছেন তাই করছি এবং সোনারগাঁয়ের মানুষের জন্য আজীবন করে যাব।
এসময় এমপি মহোদয় এর সাথে ছিলেন কাজী ফজলুল হক উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানা সুলতানা,একই  কলেজের অধ্যাপক মোঃ এমদাদুল হক নূর, মাহবুবুর রহমান, শাহানা আক্তার, সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ, বৈদ্যেরবাজার ইউনিয়নের মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন