মাত্রই জন্ম হলো কন্যা শিশুটির। তাই সভাবতই কেঁদে উঠেছিল মেয়ে। তখনই চকচক করে দেখা গেল মুখের সামনে দুটি দাঁত। দেখেই আঁতকে উঠেছিলেন মা।
ডাক্তাররাও খতিয়ে দেখেন, সত্যিই সদ্যোজাত মেয়ের মুখে দুটি দাঁতের অস্তিত্ব রয়েছে। চমকে উঠলেন ডাক্তাররা। ডাক্তাররা সেই দুটি দাঁত অস্ত্রোপচার করে তুলে ফেলার সিদ্ধান্ত নেন। ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর।
চিকিৎসাবিজ্ঞান বলছে, এমন ঘটনা বিরল। ৩০ হাজার মানুষের মধ্যে একজন সদ্যোজাতের মুখে এমন দাঁত দেখা যায়। ছেলেদের থেকে মেয়েদের মধ্যে এমন দাঁত নিয়ে জন্মানোর প্রবণতা বেশি।
ডাক্তাররা জানান, এমন দাঁত নিয়ে জন্মানো শিশুদের মায়ের দুধ পান করতে সমস্যা হয়। তা ছাড়া এমন অস্বাভাবিক দাঁত নিয়ে জন্মালে শিশুর জিভে আলসার হওয়ার আশঙ্কা থাকে।
সাধারণত মায়ের গর্ভে থাকাকালীন হরমোনের পরিবর্তনের জন্য সদ্যোজাতের এমন দাঁত নিয়ে জন্মানোর আশঙ্কা তৈরি হয়। স্বাভাবিকের মতো দেখতে হলেও এই ধরনের দাঁতের উপর হলুদ রঙের আচ্ছাদন থাকে। এই ধরনের দাঁত স্বাভাবিকের মতো শক্ত হয় না।
একটি মন্তব্য পোস্ট করুন