SS TV live
SS News
wb_sunny

Breaking News

সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিমের স্বেচ্ছাচারিতায় ভোগান্তীর স্বীকার পিরোজপুর ইউনিয়নের জনগণ।

সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নবাসীর জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণে উপজেলা নির্বাচন কর্মকর্তা জসীমের স্বেচ্ছাচারিতায় ভোগান্তিতে অত্র ইউনিয়নে ২৩ হাজার ভোটার। জানা গেছে, স্মার্ট কার্ড বিতরনের পর্যায়ক্রমের ধাপ অনুসারে উপজেলার পিরোজপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ ১৬ মে থেকে শুর হবে । পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তার বিশেষ আলোচনায় স্থান নির্ধারণ করা হয়েছে মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে । এ নিয়ে ইউনিয়নবাসীদের মধ্যে দেখা দিয়েছে চাপা ক্ষোভ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া । সোস্যাল মিডিয়াগুলোতে (ফেসবুক,টুইটার, ইন্সট্রাগাম)চলছে দিনরাত সমালোচনার ঝড়। এ ব্যাপরে গতকাল সোমবার সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তার বরাবর স্থান পরিবর্তনের আবেদন করেছেন পিরোজপুর ইউনিয়নের ভোটারগন । আবেদনে উল্লেখ করা হয়েছে , ঢাকা টট্টগ্রাম মহাসড়কের মেঘনা এলাকার যানজটে অতিষ্ট এই পথের যাত্রীগন ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতে হয় । এররকম পরিস্থিতিতে পিরোজপুর ইউনিয়ন বাসী কি করে মেঘনা গিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করবে এরকম আলোচনা সমালোচনার ঝড় উঠেছে । পিরোজপুর ইউনিয়ন পরিষদে পর্যাপ্ত কক্ষ এবং ইউনিয়ন পরিষদের মাঠ সাথে ঈদগাহ ময়দান তারপরেও নির্বাচন কর্মকর্তার স্থান সংন্কুলান না হওয়ার মিথ্যা অযুহাত দিয়ে বিশেষ সুবিধা গ্রহনের উদ্দেশ্যে চেয়ারম্যানের সাথে গোপন আতাতের মাধ্যমে স্থান নির্ধারণ করা হয় মেঘনা শিল্পনগরী স্কুল মাঠ । এলাকাবাসী জানায় শুধু চেয়ারম্যানের এলাকার ৫ শতাংশ গ্রামবাসী ছাড়া বাকী প্রায় ৯৫ শতাংশ গ্রামবাসী গাড়িতে করে মেঘনা শিল্প নগরী স্কুলে যেতে হবে যা বর্তমান যানজটে নাকাল পরিস্থিতে ২৩ হাজার ভোটারের ভোগান্তীর কারণ । এলাকাবাসীর অভিযোগ নির্বাচন কর্মকর্তা কতৃত্ব ফলাতে গিয়ে স্বেচ্ছাচারিতা করেছে । এ ব্যাপারে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন নির্বচন কর্মকর্তার সাথে আলোচনা করে মেঘনায় স্থান নির্ধারণ করা হয়েছে । সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন বলেন , এই কাজে চারটি কক্ষের প্রয়োজন পিরোজপুর ইউনিয়ন পরিষদে চারটি কক্ষ নাই বিধায় মেঘনা স্কুলে দেয়া হয়েছে । পিরোজপুর ইউনিয়ন পরিষদে পর্যাপ্ত কক্ষ এবং পরিষদের সাথে মিলানো ঈদগাহ ময়দান থাকার কথা বললে তিনি শুর পাল্টে জানান পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে মেঘনায় দেওয়া হয়েছে এতে আমার কিছু করার নাই ।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

Next
নবীনতর পোস্ট
Previous
This is the last post.

একটি মন্তব্য পোস্ট করুন