******বসন্তের হাওয়া******
মোঃ রফিকুল ইসলাম
তাং ১৬/০২/২০২১
🥀🕊️🐦💕💐🌻🏵️🌼🌸
বছর ঘুরে আবার বইছে
ফাল্গুনের হাওয়া,
প্রকৃতি সেজেছে রং তুলিতে
বসন্তের উঁকি দেওয়া।
গাছের শাখায় নতুন কুঁড়ি
মেলছে ডালে ডালে।
শিমুল পলাশ রং মেখেছে
কৃষ্ণচূড়ার গালে।
ফুল বাগানে ফুলের মেলা
ভোমরা করে খেলা,
মৌমাছি মধুর খোঁজে
ফুলের কাছে চলা।
প্রজাপতি পাখা মেলে
ঘুরে সারাবেলা,
যুগল প্রেমে বন্দি হয়ে
প্রেম করছে খেলা।
বাঁশ বাগানে কোকিল ডাকে
কুহু কুহু সুরে,
পাগল হয়ে চলছে সবাই
বসন্তের শাড়ি পরে।
বসন্তের আজ এমন দিনে
মনে খেলে দুল,
জীবনটাকে সাজাও তুমিগড় মনের কূল।
একটি মন্তব্য পোস্ট করুন