জামালপুরে করোনা ভাইরাস মোকাবেলায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক আলোচনা সভা
মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি
Covit-19 করোনা ভাইরাস মোকাবেলায় জামালপুর জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জামালপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মির্জা আজম এমপি। জামালপুর ১ সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপি। জামালপুর ২ সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। জামালপুর ৫ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ মোজাফফর হোসেন এমপি। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হোসনে আরা এমপি । জামালপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় এসময় স্থানীয় সাবেক সংসদ সদস্য, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা Covit-19 করোনাভাইরাস মোকাবেলায় দায়িত্ব প্রাপ্তদের সচেতনতার সাথে নিজেদের সুরক্ষিত রেখে দক্ষতার সাথে কাজ চালিয়ে যাবার আহবান জানান।
একটি মন্তব্য পোস্ট করুন