আটোয়ারীতে টিসিবি'র পণ্য জন সাধারনের মাঝে বিক্রয়
আবুতৌহিদ, আটোয়ারী উপজেলা প্রতিনিধিঃপঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১৮/০৪/২০২০ইং শনিবার ১১.৩০মিনিট থেকে টিসিবির পন্য দুই কেজি চিনি,দুই কেজি সুয়াবিন তেল,মুশারির ডাল,বুটের ডাল ৪৩০টাকায় জন প্রতি বিক্রি করা হচ্ছে জন সাধারনের মাঝে।
দুঃজনক হলেও সত্য,
মুশারির ডাল দিতে দিতে বলে শেষ হয়ে গেছে, আর কেন মুশারির ডাল দেওয়া হয় না জানতে চাইলে বলে, ১০০কেজি মুশারির ডাল বাজেট, একশো কেজি দেওয়া শেষ এখন,বুটের ডাল,চিনি, সুয়াবিন তেল দেওয়া হচ্ছে
অবশেষে দেওয়া হচ্ছে শুধু সুয়াবিন তেল,চিনি, বুটের ডাল ও শেষ, অবশেষে অনেক মানুষ পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে আপন বাড়ি।
যেখানে একটা ইউনিয়নের জন সাধারনের মাঝে বিক্রি করবে সেখানে তাহলে এত কম মাল কেন নিয়ে আসা হলো মানুষের মুখে এখন প্রশ্ন।
এখানে নিদিষ্ট সামাজিক দুরত্বে কোন অবস্থায় নাই।কেউ মানতে চায়না। এখানে মানুষের জনসমাগম এত বেশি যে গা ঘেঁসে লাইনে দাড়িয়ে পন্য নিচ্ছে,
কারো মনে করোনার ভয় নাই।
বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পঞ্চগড় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাজেদুর রহমান বকুল সকলকে সামাজিক দুরত্ব বজায় রাখেতে বলেন,ফাকা ফাকা থাকতে বলেন।অনেক চেষ্টা করেন।কিন্তু কেউ কথা শুনে না।
যেখানে পঞ্চগড় জেলা লক ডাউন
আর এই অবস্থায়
মানুষের সমাগম এত বেশি এখানে।
একটি মন্তব্য পোস্ট করুন