রংধনুময় আকাশ দেখেছি ভালো লেগেছে কিন্তু প্রেমে পড়িনি কারন এ আকাশ যে ক্ষণিকের যেটা ক্ষনিকের সেটার প্রেমে পড়ে হারানোর ভয়ে কষ্ট বাড়াতে চাইনা। তাই আমি রাতের প্রেমেই পড়লাম যখন যে ঋতুই থাকুক চারদিক তো অন্ধকারই থাকবে। ক্ষণিকের গ্লামার ভালো লাগতে পারে কিন্তু প্রেমে পড়ার স্পৃহা জোগাতে পারেনা।
---------এস এ জগৎ।
রংধনুময় আকাশ দেখেছিঃ কবি এস এ জগৎ

রুবেল খান কর্তৃক প্রকাশিত প্রয়োজনেঃ০১৮১৩০২৫২৩৪/০১৬৮০৬১০৯৫৬। প্রধান বার্তা সম্পাদক : মিঠু আহমেদ। কার্যালয় উদ্ধবগঞ্জ বাজার, সোনারগাঁও থানা সংলগ্ন
একটি মন্তব্য পোস্ট করুন