সোনারগাঁয়ে মাদকের টাকার জন্য চুরি করায় নিজ সন্তানকে পুলিশে দিলেন বাবা।
সোনারগাঁ উপজেলার আমদী গ্রামে নিজ মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দেন বাবা। (০৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন মাসের কারাদণ্ড দেন।
সোনারগাঁ থানার এএসআই নারায়ণ চন্দ্র জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামের হোসেন আলীর ছেলে রিকসন মিয়া দীর্ঘ দিন মাদক সেবন করে আসছে। মাদক সেবনের টাকার জন্য নিজের ঘর সহ অন্যদের ঘরের নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে। চুরির ঘটনায় এলাকায় তার বাবা অনেককে জরিমানা দিয়ে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে তার ছেলেকে থানা পুলিশে সোপদ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদন্ড দেন।
একটি মন্তব্য পোস্ট করুন