সোনারগাঁয়ে একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী নয়ন বন্ড গ্রেফতার|
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী নয়ন বন্ড কে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁও থানার এস আই আবুল কালাম আজাদ জানান,
আজ ইং ১৬/০৯/২০১৯ (রবিবার) ভোর রাতে আমি এসআই/আবুল কালাম আজাদ সংগীয়র ফোর্সসহ সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোহা্ট্টা এলাকা হইতে সোনারগাঁও থানা এলাকায় বর্তমান শীর্ষ সন্ত্রাসী নয়ন বন্ড (২১), পিতা-জাকির , সাং-গোহাট্টা, থানা-সোনারগাও, জেলা-নারায়ণগঞ্জ কে গ্রেফতার করি।
তার বিরোধ্য সোনারগাঁও থানা সহ অন্যান্য থানায় অস্ত্র ও ডাকাতি মামলা সহ মোট ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন