সোনারগাঁও প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত।সোনারগাঁও সময়
সোনারগাঁও সময়ঃ ঐতিহ্যবাহী সোনারগাঁও প্রেস ক্লাবের দ্বিবার্ষিক মেয়াদি নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।২ই আগস্ট( শুক্রবার) বিকেলে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে সোনারগাঁও প্রেসক্লাবে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচন কমিশনার কাজি মোঃ সেলিম রেজা,প্রেসক্লাবের সভাপতি অসিত কুমার দাসকে শপথবাক্য পাঠ করানোর পর প্রেস ক্লাবের সভাপতি সকল সদস্যকে এক সাথে শপথ পাঠ করান।
পরে নব-নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান স্টামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ডক্টর সেলিনা আক্তার ও সোনারগাঁও প্রেস ক্লাবের নতুন সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবু সাইদ মোঃ আমানউল্লাহ, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বাংলা টিভির বিজনেস ইনচার্জ মাসুদ শায়ান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল মোশারফ, সাবেক সদস্য মনছুর আলী সরকার, নারায়ণগঞ্জ জেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।।
একটি মন্তব্য পোস্ট করুন