watch live
youtube
wb_sunny

এই মুহুর্তে

সোনারগাঁয়ে ২ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে (র‍্যাব-১১)

সোনারগাঁয়ে ২ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে (র‍্যাব-১১)

সোনারগাঁও সময়) নারায়নগঞ্জের সোনারগাঁয়ে পরিবহনে চাঁদাবাজের সময় ২ চাঁদাবাজকে গ্রেফতার করেছে (র‍্যাব-১১)
গ্রেফতারকৃতরা হলেন-হাবীবপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে সোহেল ও উলুকান্দি গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মিজানুর।
গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে রশিদ বই সহ নগদ ৬৩২০ টাকা উদ্ধার করা হয়।
জানা যায় মোগড়াপারা চৌরাস্তা সিএনজি স্ট্যান্ডে চলাচলরত সিএনজি,অটোরিক্সা,ট্রাক,লেগুনা,ও ব্যাটারী চালিত ইজিবাইক থেকে জোর পুর্বক চাঁদা আদায় করা হয়,চাঁদা না দিলে বিভিন্ন সময় তাদের মারধর করা হয়।
এর আগেও পরিবহনে চাঁদা নেওয়া্র সময় ২ চাঁদাবাজকে গ্রেফতার র‍্যাব-১১ পরে কিছুদিন চাঁদা নেওয়া বন্ধ থাকে।
মঙ্গলবার দুপুর ৩টার সময় উপজেলার মোগড়াপারা থানা রোড সিএনজি স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়।

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন