watch live
youtube
wb_sunny

এই মুহুর্তে

বানের পানিতে ভেসে আসলো শিশুর নিথর দেহ

বানের পানিতে ভেসে আসলো শিশুর নিথর দেহ

এ যেন এক মর্মান্তিক দৃশ্য। ছবিটি দেখলে আবেগ দমিয়ে রাখতে পারবেন না কোনো সুস্থ মানুষই। নদীর তীরে পড়ে আছে একটি দুগ্ধপোষ্য শিশু। দেখে মনে হবে, হাত-পা ছড়িয়ে ঘুমিয়ে আছে সে। কিন্তু সে ঘুম যে আর ভাঙার নয়। ছবিটি ভারতের বিহার প্রদেশের মুজাফ্ফরপুর জেলার। বাগমতী নদীর পাড়ে তিন বছরের অর্জুনের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্তম্ভিত অন্তর্জালবাসী।
দেশটির সংবাদমাধ্যম জানায়, গত বুধবার বিহারের শীতলপট্টি এলাকার রানি দেবী নামের এক নারী তাঁর চার সন্তানকে নিয়ে বাগমতী নদীতে আসেন প্রতিদিনের কাজ সারতে। হঠাৎ নদীর এক প্রবল ঢেউয়ে ভেসে যায় শিশু অর্জুন। অর্জুনকে বাঁচাতে তিন সন্তানসহ নদীতে ঝাঁপ দেন রানি। আশপাশের মানুষ রানিদের উদ্ধার করতে এগিয়ে আসেন। একপর্যায়ে রানি দেবী ও তার এক মেয়ে রাধাকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু রানির অন্য তিন সন্তান অর্জুন, রাজা ও জ্যোতি ভেসে যায় নদীতে। এরপর আজ নদী পাড়ে ভেসে আসে অর্জুনের মৃতদেহ।
গোটা বিহার এখন বন্যাকবলিত। এখন পর্যন্ত এ প্রদেশে বন্যায় ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৭ লাখ মানুষ। সূত্র: নিউজ ১৮ ইন্ডিয়া

Tags

সাবসক্রাইব করুন!

সবার আগে নিউজ পেতে সাবসক্রাইব করুন!

একটি মন্তব্য পোস্ট করুন