সোনারগাঁওয়ে দুই কলেজ শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ।।
সোনারগাঁও সময় ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রী কলেজের দুইজন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলা) সকাল ১১ টা থেকে শিক্ষার্থীদের এই বিক্ষোভ শুরু হয়।
ভুক্তভোগী দুই শিক্ষক আব্দুল গনি ও মো. নাছির উদ্দিন 'দু'জনই অত্র কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
অটোরিক্সা চালক মোঃ রাজা মিয়া মুগারচর নিবাসী মোহাম্মদ আলীর ছেলে।
ঘটনা পরিদর্শনে আসা সোনারগাঁ থানার এএসআই রুস্তমের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সত্যতা পেয়েছি যেহেতু ঘটনাটি স্থানীয় লোকজনের সাথে তাই দুপক্ষের মধ্যে একটি মীমাংসার কথা চলছে। আগামী ২-৩ দিনের মধ্যে সমাধান হবে।
কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব। আগামী ২-৩ দিনের মধ্যে কলেজ কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন