শ্রেষ্ঠ কর্মে আবারো ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ এস.আই আজাদ।
সোনারগাঁও সময় (রুবেল খান): সোনারগাঁও থানার চৌকস অফিসার হিসেবে খ্যাত এস.আই আজাদকে তার শ্রেষ্ঠ কর্মে আবারও ঢাকা রেঞ্জ (ঢাকা বিভাগ) এর ১৩ জেলার মধ্যে ২০১৯ সালের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে ভূষিত করেন বাংলাদেশ পুলিশ।
১১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকার সময় অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি, বাংলাদেশ পুলিশের অভিভাবক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর কাছ থেকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে পুরষ্কার গ্রহণ গ্রহন করে এস আই আজাদ।
জানা যায়, জেলার কু-লেস ডাকাতি মামলার তদন্ত ও ডাকাতের সরদার সহ ডাকাতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং ডাকাতির মালামাল উদ্ধার করায় এই পুরস্কার লাভ করেন।
এ সময় চৌকস অফিসার আজাদের কাছে জানতে চাইলে বলেন, প্রথমে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম, পিপিএম এর প্রতি ধন্যবাদ দিয়ে বলেন,এ অর্জন আমার একার নয়,এ অর্জন সোনারগাঁবাসী সকলের।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপ্স এন্ড ইন্টিঃ) মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার) ও ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারগণ এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
একটি মন্তব্য পোস্ট করুন