সোনারগাঁও সময় (রুবেল খান): সোনারগাঁওয়ে সন্ত্রাস ও মাদক নিধনে পুরষ্কার প্রাপ্ত এস. আই আজাদ এবার শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে ছুটছে উপজেলার বিভিন্ন শিক্ষাঙ্গণে।
শনিবার (২০ জুলাই) সকালে উপজেলার প্রাচীন শিক্ষাঙ্গন সোনারগাঁ জি,আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের সাথে ইভটিজিং ও বাল্যবিবাহ নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা করেন।
আলোচনায় থানার এই চৌকস অফিসার বলেন, এখনই সময় তোমাদের জেগে উঠার, অন্ধকার ছেড়ে আলোর পথের দিশারি হবার। পিতামাতার পাশাপাশি তোমাদের ও সচেতন হতে হবে । ইভটিজিং ও বাল্যবিবাহ নিরোধে আমাদের প্রশাসন সব সময় মূখ্য ভূমিকা রেখে চলছে। তোমাদের উচিত আমাদের সাপোর্ট করা। তাই তোমাদের পড়াশোনার পাশাপাশি আরো সচেতন হতে হবে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ সুলতান মিয়া,সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান ও সহকারী শিক্ষক মোঃ শাহাদাত হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন