মনে আছে সেই কনেষ্টবল পারভেজ মিয়ার কথা??
মনে পড়ে পারভেজের কথা?
সেই পারভেজ মিয়া... যিনি নিজের জীবন বাজী রেখে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ডোবায় পড়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আটকে পড়া শিশুসহ ২৫-২৬ জন যাত্রীর জীবন বাঁচিয়েছিলেন। (সময়কালঃ ৭ ই জুলাই, ২০১৭)
পারভেজ মিয়ার ওই সাহসিকতার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে পুলিশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) দিয়ে পুরস্কৃত করেছিলেন।
সেই বীরপুরুষ পারভেজই এখন পঙ্গু অবস্থায় দিনানিপাত করছেন, করছেন সরকারী সাহায্যের আবেদন!!
২৭ মে, ২০১৯ ডিউটিতে থাকাকালীন অবস্থায় একটি সড়ক দুর্ঘটনায় পা হারান পারভেজ মিয়া।
বিবেকের কাছে আজ প্রশ্ন থেকে যায়....এ সমাজের, এ জাতির, এ দেশের কি দায়বদ্ধতা নেই একজন বীর, একজন সাহসী পুলিশ সদস্য, একজন পারভেজ মিয়ার কাছে??
একটি মন্তব্য পোস্ট করুন