সোনারগাঁও সময়(মোঃ মিঠু আহমেদ)
সোনারগাঁ উপজেলার মোগড়াপারা চৌরাস্তা থেকে দুই মলম পার্টির সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানার এস আই আবুল কালাম আজাদ,তিনি সোনারগাঁও সময় কে জানান,বুধবার ভোর রাতে মোগড়াপারা চৌরাস্তার রহমত ম্যানশনের সামনে থেকে দুই মলম পার্টির সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ আড়াইহাজার থানার মনোহরদী এলাকার সাইজউদ্দিন মিয়ার মিয়ার ছেলে (ফারুক) বেগমগঞ্জ থানার হাজিপুর গ্রামের মানিক মিয়ার ছেলে (শামসুর রহমান) কে একটি অটো রিকশা সহ হাতেনাতে আটক করি,মলম পার্টির সদস্যদের জিজ্ঞাসাবাদে জানায় তারা সিএনজি,অটোরিকশার ড্রাইভারদের ভারার কথা বলে এক যায়গা থেকে অন্য যায়গায় নিয়ে যাওয়ার পথে অভিনব কায়দায় সুকৌসলে কোন এক যায়গায় নিয়ে গাড়ি থামিয়ে ঘুমের ট্যাবলেট মেশানো বিস্কিট ক্ষেতে অনুরোধ করা হয়,এবং ড্রাইভারকে অজ্ঞান করে গাড়ি নিয়ে পালিয়ে যায়,
একটি মন্তব্য পোস্ট করুন