সোনারগাঁয়ে এক কুয়েত প্রবাসীর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগের উঠেছে দুই বখাটের বিরুদ্ধে।
শুক্রবার (২০ জুন) রাতে উপজেলার সনমান্দী ইউপির ঈমানেরকান্দি এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ পাজী আনোয়ার নামের এক ধর্ষককে আটক করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সনমান্দি ইউনিয়নের ঈমানেরকান্দি গ্রামে এক কুয়েত প্রবাসীর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। গত শুক্রবার রাত ১২টার দিকে মোবাইলের নেটওয়ার্কে সমস্যা থাকায় তিনি তার প্রবাসী স্বামীর সঙ্গে কথা বলতে মোবাইল নিয়ে ঘর থেকে বের হন। এসময় লম্পট পাজী আনোয়ার ও সালাউদ্দিন নামের দুই বখাটে তার মুখে গামছা পেঁচিয়ে তাকে জোরপূর্বক পাশের একটি ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গৃহবধূ ঘরে না ফেরায় তার মা তাকে খুঁজতে বাহিরে বের হন। এসময় তিনি গৃহবধূকে ডাকতে ডাকতে ক্ষেতের কাছে গেলে ধর্ষকরা পালিয়ে যায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সনমান্দি ইউনিয়নের ঈমানেরকান্দি গ্রামে এক কুয়েত প্রবাসীর স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। গত শুক্রবার রাত ১২টার দিকে মোবাইলের নেটওয়ার্কে সমস্যা থাকায় তিনি তার প্রবাসী স্বামীর সঙ্গে কথা বলতে মোবাইল নিয়ে ঘর থেকে বের হন। এসময় লম্পট পাজী আনোয়ার ও সালাউদ্দিন নামের দুই বখাটে তার মুখে গামছা পেঁচিয়ে তাকে জোরপূর্বক পাশের একটি ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর গৃহবধূ ঘরে না ফেরায় তার মা তাকে খুঁজতে বাহিরে বের হন। এসময় তিনি গৃহবধূকে ডাকতে ডাকতে ক্ষেতের কাছে গেলে ধর্ষকরা পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। পুলিশ আনোয়ার নামের এক বখাটেকে আটক করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন