ঢাকা জয়দেবপুর এশিয়ান হাইওয়ের
ললাটি
এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দূর্ঘটনায়
মাসুম মিয়া (২৮)নামে এক যুবক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনারগাঁ থানাধীন ঢাকা জয়দেবপুর এশিয়ান হাইওয়েতে রাস্তার পাশ দিয়ে হাটার সময়
দ্রুতগামী নিয়ন্ত্রণ একটি কভারব্যান পেছন থেকে মাসুমকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয় এতে সে গুরুত্বর আহত হয়। পরে
স্থানীয় হাসপাতালে নেয়ার পর
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত মাসুম ললাটি এলাকার নুরু মিয়ার ছেলে
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, ললাটি এলাকার সাধারণ জনগন মাসুমের
মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় উত্তেজিত হয়ে সড়কে আগুন দিয়ে অবরোধ করে আছে।
দূর্ঘটনার প্রায় ২ ঘন্টা পেরিয়ে গেলেও এ
বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাইয়ুম আলী সরদার জানান,আমি
বিস্তারিত কিছু জানিনা, এই মাত্র আমার লোক সেখানে গিয়েছে। তবে
শুনেছি গনপিটুনিতে আহত ড্রাইভার বর্তমানে দি বারাকা হাসপাতালে আছে।
একটি মন্তব্য পোস্ট করুন