
সোনারগাঁও সময় (রুবেল খান)ঃ সোনারগাঁওয়ে ঈদ বাজারের ব্যস্ততাকে সামনে রেখে যানজটমুক্ত করতে বাঁশ দিয়ে ভারী যানবাহন বন্ধ করে দিয়েছেন সোনারগাঁ থানার চৌকষ অফিসার এসআই আজাদ।
সোমবার(২৭মে) উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় যানজটমুক্তভাবে সস্তি যেন ঈদের কেনাকাটা করতে পারে সোনারগাঁওবাসী। মূলত সেজন্যই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোগরাপাড়া থেকে শহীদ মজনু পার্ক পর্যন্ত বাঁশ দিয়ে ভারী যানবাহন আসা যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। এজন্য ভারি যানবাহনকে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিরপদী হয়ে শহীদ মজনু পার্ক ব্যবহার করার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে সাংসদ লিয়াকত হোসেন খোকাও ২বার বাঁশ দিয়ে এ রাস্তাটি বন্ধ করে দিলেও গাইবি শক্তির কারণে তা ২ দিনের বেশী স্থায়ী হয়নি।সেক্ষেত্রে প্রশাসনও অবস্থান ছিল নীরব।
জানাগেছে, উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় আমান গ্রুপ, আল মোস্তফা গ্রুপ ও মেঘনা গ্রুপসহ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান নির্মান করা হয় এতে দিনের বেলায় মোগরাপাড়া চৌরাস্তা হতে বৈদ্যেরবাজার পর্যন্ত দিনে কয়েকশত ভারী যানবাহন চলাচল শুরু করে। ভারী যানবাহনের জন্য থানা রোডে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত অসহনীয় যানজটের সৃষ্টি করে।ফলে এ রোডে চলাচলরত যাত্রী সাধারণ ও এলাকাবাসীকে অসহনীয় ভোগান্তি। তাই এবার এস আই আজাদ জনগণের দুর্ভোগ লাগবের বার্তা হয়ে লাল নিশানা বিশিষ্ট বাঁশ দিয়ে বন্ধ করে দিল কোম্পানিগুলোর ভারী যানবাহ। এতে এলাকাবাসী সস্তিবোধ করলেও আমাদের কাছে জানিয়েছে কতোদিন দীর্ঘস্থায়ী হবে তার শংকাও। এ সম্পর্কে এস আই আজাদ বলেন আমি সোনারগাঁওকে সার্বিকভাবে সেবা দেয়ার চেষ্টা করেছি লোক দেখানো নয়, আত্মসন্তুষ্টির জন্যই আমি এই কাজ করি, এবার ঈদকে সামনে রেখে সোনারগাঁবাসী যাতে যানজটমুক্তভাবে ঈদের কেনাকাটা করতে পারে সেজন্য ভারী যানবাহন বন্ধে মোগরাপাড়া চৌরাস্তার থানা রোডের প্রবেশ মূখ বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছি। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ রোড়ে সকল ভারী যানবাহন বন্ধ রাখার ঘোষনা দিয়েছি। আমি যথার্থ চেষ্টা করব তা কার্যকরী করতে। সোনারগাঁওবাসী আমাকে ভালোবাসে তাই আমি চাই তাদের কিছুটা হলেও ভালোবাসার মূল্য দিতে। আমার জন্য দোয়া করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন