প্রিপেইড মিটার নিয়ে সোনারগাঁবাসীর ভোগান্তির যেন শেষ নেই,সাধারন গ্রাহকের কথা মাথায় রেখে এখন থেকে আর লম্বা লাইনে না দাঁড়িয়ে পৌরসভার দৌলেরবাগ এলাকায় অবস্থিত মাহিয়া টেলিকম এন্ড মাল্টিমিডিয়া কর্ণারেই পাওয়া যাবে ডিজিটাল প্রিপেইড মিটারের রিচার্জ কার্ড/
মাহিয়া টেলিকমের প্রোপাইটর মোঃ মিঠু আহমেদ জানান,ডিজিটাল সেবা নিয়ে রবি সব সময় এক ধাপ এগিয়ে,তাই গ্রাহকের কথা মাথায় রেখে রবি নিয়ে এলো (রবি মাই ক্যাশ) সার্ভিস যা থেকে গ্রাহক আমার দোকানে দাড়িয়ে মাত্র ১ মিনিটেই পাবে ডিজিটাল প্রিপেইড মিটারের রিচার্জ কার্ড
বর্তমান সময়ে সবার মুখে মুখে প্রিপেইড মিটারের কথা। এখন সারাদেশে বৃহৎ পরিসারে প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হচ্ছে। মূলত গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং বিদ্যুৎ বিল শতভাগ আদায়ের উদ্দেশ্যে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা মতে, আগামী ৫ বছরের মধ্যে সারা দেশে প্রিপেইড মিটারের মাধ্যমে বিদ্যুতসেবা দেয়া হবে।
প্রতিবছর বিদ্যুৎ বিভাগ থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তার যথাযথ হিসাব রাখা অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে যায়। আবার কখনও কখনও গ্রাহক পর্যায়ের নানা কারণে বিদ্যুৎ খাতে ৫-৭% বিদ্যুৎ নষ্ট হয়। এ সমস্যা সমাধানে নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু কোনটির মাধ্যমে শতভাগ সাফল্য অর্জন করা সম্ভব হয় নি। তাই বিদ্যুতের অপচয় রোধ করতে এবং বিদ্যুতের যথাযথ হিসাব রাখতেই সরকারের নতুন এই উদ্যোগ নিয়েছে। প্রিপেইড মিটার সিস্টেম বিদ্যুৎ ক্ষেত্রে এবং অন্যান্য সকল ক্ষেত্রে অপচয় প্রায় শতকরা ০ ভাগে নিয়ে আসবে
একটি মন্তব্য পোস্ট করুন